October 23, 2025, 6:38 am
শিরোনাম :
শাহাবাজপুর ইউনিয়নের বড়াইল নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১২ (বারো) বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ১৮,০০০/- (আঠারো হাজার) টাকা। ধানের শীষ বিজয়ী হলে দেশে শৃঙ্খলা ফিরে আসবে : খান জামাল ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল সিলেটের গোলাপগঞ্জে ১ কোটি ৩৪ লাখ ১৬,৮২০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। আ.লীগ আমলে সিলেট ছিল বঞ্চিত, বৈষম্যের শিকার: ফয়সল চৌধুরী সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা হচ্ছে বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের একটি মডেল। জকিগঞ্জ সীমান্ত থেকে ১৮ লক্ষ টাকার ভারতীয় মহিষ জব্দ বিয়ানীবাজার মালিগ্রাম সড়ক সংস্কারে ইট ও বালু প্রদান করলেন মাওলানা ফখরুল ইসলাম জুড়ি উপজেলার বড়ইবাড়ী নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ০৫ (পাঁচ) বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সিলেটে এখনো উদ্ধার হয়নি উদয়ন

পিআরের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র জনগণ মানবে না : ফয়সল চৌধুরী

স্টাফ রিপোর্টার:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন- বিয়ানীবাজার-গোলাপগঞ্জে সচেতন ও শিক্ষিত মানুষের হারই বেশি। এই দুই উপজেলার মানুষ রুচিসম্পন্নও। অতীতেও তারা ধানের শীষকে মূল্যায়ন করে বিষয়টির স্বাক্ষর রেখেছেন। পিআর এর দাবি হঠকারিতা ছাড়া আর কিছুই নয়। এগুলো নির্বাচন বানচালের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ দেশের মানুষ পিআর পদ্ধতির কিছুই জানে না। এখানে এখনো গণতন্ত্র পূর্ণমাত্রায় প্রতিষ্ঠা পায়নি। আমরা এখনো গণতন্ত্রের জন্য লড়াই করছি। এই সময়ে পিআর এর দাবি বিভ্রান্তিমূলক। মানুষ ভোট দিয়ে নেতা নির্বাচন করতে চায়। একজনকে ভোট দিলাম, নেতা হয়ে গেল আরেকজন এই পদ্ধতি এ দেশের মানুষ কখনোই মেনে নেবে না। পিআর পদ্ধতিকে সামনে আনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে। এর উদ্দেশ্য হলো, নির্বাচন বানচাল করা। কিন্তু দেশের মানুষ এখন মির্বাচনী ট্রেনে ওঠে পড়েছেন। তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করবেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে বিয়ানীবাজরের ১১নং লাউতা ইউনিয়ন বিএনপি, যুবদল-ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফার পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ শেষে এক পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। লাউতা ইউনিয়নের কালিবাড়ি বাজার,জলঢুপ থানা বাজার,বারইগ্রাম বাজার, বাহাদুরপুর মাদ্রাসা বাজারে ৩১ দফার পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ করেন। ফয়সল আহমদ চৌধুরী আরও বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-ঘোষিত ৩১ দফা যে রাষ্ট্রকাঠামোকে আমূল পাল্টে দিবে, সুখি-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে বাংলাদেশকে- সেই বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এর জন্য রাত-দিন অক্লান্ত পরিশ্রম করতে হবে। এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সহ সভাপতি আব্দুল মন্নান চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ উপজেলা বিএনপি নেতা কাদির আহমদ, সমস উদ্দিন, ফয়েজ আহমদ হোসেন আহমদ মেম্বার, কাদির আহমদ, জামাল উদ্দিন, আব্দুল গফুর, বিলাল উদ্দিন, লাউতা ইউনিয়ন বিএনপি সভাপতি জালাল উদ্দিন সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সিলেট জেলা যুবদলের পশু ও মৎস্য বিষয়ক সম্পাদক খায়রুল আলম বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ হাসনাত জামিল, যুবদল নেতা রেজা আহমদ, অলিউর রহমান তারেক, জামিল আহমদ, বিয়ানীবাজার পৌর যুবদলের যুগ্মœ আহবায়ক লিমন আহমদ, নুরুল আমিন সুমন, সিলেট মহানগর ছাএদলের যুগ্ম সম্পাদক সানি আহমদ, বিয়ানীবাজার উপজেলা ছাএদলের যুগ্ম আহবায়ক মাহবুব, হোসাইন আহমদ, অমর আহমদসহ লাউতা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মী এবং সাধারণ এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা