বিয়ানীবাজার উপজেলা মোল্লাপুর ইউনিয়নের গণসংযোগকালে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে একটি রাস্তার বেহাল অবস্থা দেখে, রাস্তা সংস্কার কাজের কথা বলার পরে এক কিলোমিটার রাস্তা সংস্কার করে দিলেন সিলেট-৬ আসন (গোলাপগঞ্জ - বিয়ানীবাজার) এর উলামায়ে কেরাম মনোনিত এম.পি প্রার্থী, বিয়ানীবাজার মানবসেবা সংস্থার উপদেষ্ঠা হা:মাও:ফখরুল ইসলাম ভাই। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিয়ানীবাজার উপজেলা মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম তিনি আরও বলেন নির্বাচনে জয়লাভ করবেন কিনা তা পরের বিষয় কিন্তু বর্তমানে যেভাবে তিনি কোটি কোটি টাকা বিলীন করে দিচ্ছেন মানব সেবামূলক কাজে,উন্নয়নমূলক কাজে, মানবতার কল্যাণে দৃষ্টান্ত হয়ে থাকবে বিয়ানীবাজারের ইতিহাসে।